‘সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ শীর্ষক প্রতিপাদ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।
আজ সোমবার (১০ অক্টোবর) সাকলে দিবসটি উপলক্ষ্যে সাইকিয়াট্রি বিভাগের আয়োজনে বিশেষ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পিংয়ের ঘোষণা দেন সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. কাউসার আহমেদ।
ডা. কাউসার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আফতাব উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন, পরিচালক ব্রি.জে. এমডি গোলাম কিবরিয়া।
এছাড়াও আরো বক্তব্য দেন, সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. পলাশ রয়, সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদিন, গাইনি ও অবস বিভাগের অধ্যাপক ডা. তায়েবা তানজিনা মির্জা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, রেসিডেন্ট ও ইন্টার্ন চিকিৎসকদের মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণের ওপর জোর দেন। এছাড়াও ময়মনসিংহের বিভিন্ন উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পিং এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণের ঘোষণা দেওয়া হয়।
/এসএস/মনেরখবর/