মনোচিকিৎসক অধ্যাপক মাহমুদ হাসান হৃদরোগে আক্রান্ত হয়েছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক, মনোচিকিৎসক ডা. মাহমুদ হাসান। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মনের খবরকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম সুমন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের সকল সদস্যবৃন্দকেও তার সুস্থতার জন্য দোয়া কামনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ডা. মাহমুদ হাসানের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএপি সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম।

উল্লেখ্য, অধ্যাপক ডা. মাহমুদ হাসান এহজন প্রখ্যাত মনোচিকিৎসাবিদ। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং এভারকেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট এর আজীবন সদস্য।

/এসএস/মনেরখবর/

Previous articleকর্ণেল মালেক মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে
Next articleঅগ্নাশয়ের নানা রোগ : জটিলতা ও চিকিৎসা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here