জেনারেল সাইকিয়াট্রি ফেইস বি-২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এমডি সাইকিয়াট্রি কোর্সের শেষ পর্বের পরীক্ষায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) থেকে ৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএমএইচ) থেকে অংশগ্রহণকারী তিন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে আনিকা ফেরদৌস (০১১৫০০৩) ও এমডি ফাইজুল ইসলাম (০১১৫০০৪)। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে অংশগ্রহণকারী পাঁচ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে চারজন। তারা হলেন, পরাগ দে (০১১৫০০১), রিফাত উয জোহরা (০১১৫০০২), দিল মোহাম্মদ সাজ্জাদুল কবির সবুজ (০১১৫০০৬) ও মিসেস আকলিমা আক্তার সীমা (০১১৫০১০)। সিওমেক থেকে যারা পাশ করেছেন তারা হলেন, এস.এম. জিকরুল ইসলাম (০১১৫০০৮), তাসলিমা রহমান (০১১৫০০৯) ও এমডি রফিকুল ইসলাম (০১১৫০১১)।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. ইফতেখার আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে জেনারেল সাইকিয়াট্রি দ্বিতীয় পর্বের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে উর্ত্তীণরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
/এসএস/মনেরখবর/