ঢামেকে সজীবতার আবহে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী সকলেই সেজেছেন সবুজ পোশাকে। সজীবতার আহব এনে যেন দিতে চাইছেন সবুজ সুন্দর নির্মল নতুন বার্তা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই অভিনব পদ্ধতি বেছে নিয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় র‍্যালি উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার। র‌্যালিটি ঢাকা মেডিকেলের আশপাশে বিভিন্ন আঙ্গিনা পদক্ষিণ করে।

এদিন মানসিক স্বাস্থ্যসেবার বিশেষায়িত ব্যাবস্থার উদ্বোধন করে ঢামেক মনোরোগ বিভাগ। কেক কেটে এই সেবার উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক। রুগী এবং রুগীর স্বজনদের সাথে এই কেক ভাগাভাগি করে খেয়েছেন এই বিভাগের চিকিৎসক বৃন্দ।

এসময় মানসিকরোগ বিভাগকে মডেল বিভাগ হিসেবে চালু করার প্রতিশ্রুতি দিয়ে এখানে ডিজিটাল ওয়েটিং সিস্টেম চালু করার বিষয়ে এবং বিভিন্ন গবেষণার জন্য সকল প্রকার সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক আব্দুল হানিফ টাবলু, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শাহরীয়ার নবী শাকিল, মানসিকরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন, রেজিস্ট্রার ডা. মো. রাইসুল ইসলাম পরাগসহ ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

/এসএস/মনেরখবর/

Previous articleজালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩১তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে
Next articleমানসিক স্বাস্থ্য দিবসে বিএসএমএমইউতে র‌্যালি, আলোচনা ও খাদ্য বিতরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here