দিনাজপুর কারাগারে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন

দিনাজপুর জেলা কারাগারে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়েছে। দিনাজপুর জেলা কারাগার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর জেলা কারাগারে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন ও মাদকাসক্তদের পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।

কারাগারে থাকা মাদকাসক্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করেছে সমাজ সেবা অধিদপ্তর। এ উপলক্ষ্যে মাদকবিরোধী সচেতনতাসৃষ্টিতে কারাবন্দীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেল সুপার মো. আবু সাঈদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জয়নুল আবেদীন, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, যুব উন্নয়ন কেন্দ্র দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মাহফুজার রহমান, জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মূর্মূ, ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইসদানী, সাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাজিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দিনাজপুর জেল কারাগারের জেলার মো. হুমায়ুন কবির।

/এসএস/মনেরখবর/

Previous articleনতুন সাইকিয়াট্রিস্টস হলেন ৯ জন
Next articleশরীরিক ও আচরণগত লক্ষণে মানসিক রোগ চেনার উপায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here