স্বজন হারানোর মানসিক বেদনায় দুঃখ লাঘবে পেশাজীবিদের জন্য পেশাগত দক্ষতা অর্জনে অনলাইন আত্মউন্নয়নমূলক কর্মশালার (CPD- কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট) আয়োজন করেছে সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন (এসপিএফ)।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় ৬টায় অনলাইনে এ কর্মশালা শুরু হবে। জুম মিটিংয়ের মাধ্যমে পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক (সাইকিয়াট্রি) ট্রেইনিগণ এতে অংশ নিতে পারবে। এরজন্য আগেই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রোগ্রামে লেকচার দিবেন শ্রীলংকার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক থিলিনি রাজাপাকসে।
সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হবেন ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশনের (ডব্লিউপিএ) প্রেসিডেন্ট, অধ্যাপক ডা. আফজাল জাভেদ এবং সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট ডা. গৌতম সাহা।
এতে সভাপতিত্ব করবেন ও স্বাগত বক্তব্য দিবেন শ্রীলংকা কলেজ অব সাইকিয়াট্রিস্টস এর সেক্রেটারি ডা. সাইয়ুরি পেরেরা। সভাপতির বক্তব্যের ওপর আলোচনা করবেন, সার্ক সাইকিয়াট্রি ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক ডা. শাহীন উইলিয়ামস এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. ইমতিয়াজ ডগার।
অনুষ্ঠানে প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্রশ্ন করতে পারবেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন সার্ক সাইকিয়াট্রি ফেডারেশনের কোষাধক্ষ অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী।
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে এই লিংকে (www.streamtech.in/SAARC) প্রবেশ করে রেজিস্ট্রেশন করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।
/এসএস/মনেরখবর/