বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২২ উপলক্ষে মানসিক সুস্থতা ও ভালো থাকার জন্য ৪দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে আগামী ২১, ২২, ২৮ ও ২৯ অক্টোবর বিভিন্ন বিষয়ের ওপর এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণ করবেন, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমান, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, অধ্যাপক কামরুজ্জামান মজুমদার, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জাবেদা খাতুন, সহকারী অধ্যাপক ড. শাহানুর হোসাইন, সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এমডি আব্দুল আউয়াল, লেকচারার ফারজানা আক্তার, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সালমা পারভীন ও মৌমিতা জেরিন নিলাভ এবং প্রত্যয় মেডিকেল ক্লিনিক এন্ড হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট তাহমিনা তানজিম।
‘সেলফ কেয়ার’, ‘ইফেক্ট অব চাইল অ্যাভিউস অন সেলফ প্রসেস’, ‘ওভারকামিং প্রবলেম ইন রোমান্টিক রিলেশনশীপ’, ‘হ্যাপিনেস এন্ড ওয়েলবিয়িং’সহ প্রায় ৮টি কর্মশালা অনুষ্ঠিক হবে।
কর্মশালা অংশগ্রহণ করতে চাইলে সবাইকে ৬০০ টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে, ৩টি অনলাইন কর্মশালায় ফ্রি রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করতে চাইলে এই লিংকে ক্লিক করতে হবে।
/এসএস/মনেরখবর/