মানসিক স্বাস্থ্য ও ভালো থাকা : ‘ভালো থাকি-ভালো রাখি’

0
23

‘সবার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’ শীর্ষক প্রতিপাদ্যে ১০ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়েছে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস‘। এ উপলক্ষে মানসিক স্বাস্থ্য সচেতনায় মাসজুড়েই নানা কার্যক্রম পরিচালনা করছে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন সংশ্লিষ্টরা।

দিবসটি উপলক্ষে অনলাইন গণমাধ্যম মনের খবর টিভি আয়োজন করেছে ‘ভালো রাখি-ভালো থাকি’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান।

‘এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড’ নিবেদিত অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯টায় মনের খবর টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন, মনের খবর সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, আফসানা রহমান লিওনি।

/এসএস/মনেরখবর/

Previous articleঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়ার্কসপ : চলছে ফ্রি রেজিস্ট্রেশন
Next articleআট বিভাগীয় শহরে হবে ৮টি মানসিক স্বাস্থ্য হাসপাতাল : স্বাস্থ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here