প্রতি বছর ২৪ মে সিজোফ্রেনিয়া দিবস হিসেবে পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বের প্রায় ২ কোটি ৬০ লক্ষেরও বেশি মানুষ সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। বিভিন্ন সমীক্ষায় দৃষ্ট হয়েছে যে, বাংলাদেশে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে; বাংলাদেশের প্রায় ১৩ লক্ষ (০.২৪%) লোক সিজোফ্রেনিয়ায় আক্রান্ত।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে আয়োজিত ওয়েবিনারটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “সামাজিক সহানুভূতির শক্তিকে উজ্জীবিত করি (Celebrating the Power of Community Kindness)”। ২৪ মে (বুধবার), রাত ১০:১৫ মিনিটে মনের খবর টিভির অফিসিয়াল ফেইসবুক পেইজে ওয়েবিনারটি সরাসরি সম্প্রচারিত হয়। উক্ত, ওয়েবিনারটিতে সাইন্টেফিক পার্টনার হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো মনের খবর টিভি।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে সভাপতিত্ব করেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গৌতম সাহা, সভাপতি, সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক. ডা. মোহিত কামাল, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল; অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোরশেদ, সভাপতি, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়; ডা. শাফকাত ওয়াহিদ, পরিচালক, মানসিক হাসপাতাল, পাবনা; ডা. নাসিম জাহান, সহযোগী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ডা. তাইয়েব ইবনে জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। ওয়েবিনারটি সঞ্চালনা করেন, ডা. সুস্মিতা সরকার, এমবিবিএস, এমসিপিএস (সাইকিয়াট্রি), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল।
উল্লেখ্য, ওয়েবিনারটিতে বিশেষ প্রেজেন্টেশন প্রদান করেন সার্ক সাইকিয়াট্রি এসোসিয়েশনের সভাপতি ডা. গৌতম সাহা।