সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হওয়া সাদা সাদা কালা কালা গানের গীতিকার ও শিল্পী হাশিম মাহমুদকে নগদ অর্থ ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে হাশিম মাহমুদের হাতে নগদ অর্থ ও সম্মাননা তুলে দেন বিএপির সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী। চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সাইকিয়াট্রি সম্মেলনে এ সম্মাননা দেয়া হয়।
জানা যায়, গত ২৯-৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে অনুষ্ঠিত হয় বিএপির ১১তম ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স (আইসিপি) এবং সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন-এসপিএফ এর ১৩তম সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্স (এসআইপিসি) অনুষ্ঠিত হয়। দুইদিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দ্বিতীয়দিন রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় শিল্পী হাশিম মাহমুদ নিজের লেখা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে হাশিম মাহমুদকে বিশেষ সম্মাননা এবং নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএপি সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. তারিকুল আলম, এনআইএমএইচ এর সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ।
দেশ-বিদেশের মনোরোগ বিশেজ্ঞদের অংশগ্রহনে অনুষ্ঠিত এ সম্মেলনে বৈজ্ঞানিক সেমিনার, অ্যাওয়ার্ড প্রদান, আলোচনা, গবেষণা উপস্থাপনা, ছাড়াও দুটি মানসিক রোগ এর চিকিৎসা নির্দেশিকা উন্মুক্ত করা হয়েছে। দেশ বিদেশের কয়েক শতাধিক মনোরোগ বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন।
বিএপি প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ও ডা. তারিকুল আলমের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সাইকিয়াট্টিক অ্যাসোসিয়েশন- ‘ডব্লিউপিএ’র প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আফজাল জাভেদ, ‘সার্ক সাইকিয়াট্রিক ফেডারেশন‘ (এসপিএফ) এর সভাপতি ডা. গৌতম সাহা, অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক সন্দীপ গ্রোভার (ভারত), অধ্যাপক ডা. সৈয়দ মাহফুজুল হক, অধ্যাপক ডা. গোলাম রব্বানী, অধ্যাপক এম.এ মোহিত কামাল, অধ্যাপক ডা. এস.আই মল্লিক, অধ্যাপক এম.এম.এ সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, অধ্যাপক ডা. ব্রি.জেনারেল (অব) আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, ডা. হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সি.পি সেডাইন (নেপাল), অধ্যাপক ডা. প্রদিপ কুমার সাহা (ভারত), অধ্যাপক ডা. মৃগেশ বৈষ্ণব (ভারত), অধ্যাপক ডা. মোয়াদাদ এইচ রানা (পাকিস্তান), অধ্যাপক ডা. শাহিন উইলিয়ামস (শ্রীলংকা), অধ্যাপক ডা. নির্মল লামিচানে (নেপাল) প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত চলচিত্র ‘হাওয়া’ সিনেমায় হাশিম মাহমুদের লেখা ও সুর করা ‘সাদা সাদা কালা কালা’ গানটি ব্যবহার হয়। এরপরই মূলত গানটি ব্যাপক ভাইরাল হয়। সিনেমায় গানটিতে আরফান মৃধা শিবলু কন্ঠ দিলেও কম্পোজিশন করেছেন হাশিম মাহমুদ নিজে। এর আগে ২০১০ সালে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের চারুকলা অনুষদে এক অনুষ্ঠানে হাশিম মাহমুদ গেয়েছিলেন এই গানটি। তখন গানটির শিরোনাম ছিলো ‘তুমি বন্ধু কালো পাখি’।
সংশ্লিষ্ট খবর….
শেষ হলো দুইদিনব্যাপী মনোরোগ বিশেষজ্ঞ সম্মেলন
/এসএস/মনেরখবর/