শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবার প্রতিনিধিত্বকারী মনোরোগ চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলুসেন্ট মেন্টাল হেলথ’ -(ব্যাকাম) এর ১৫তম বার্ষিক সম্মেলন আজ সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পন্ন হয়েছে।
‘শিশু এবং কিশোর মানসিক স্বাস্থ্য : পরিষেবার প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহযোগী অধ্যাপক, ডা. হেলাল উদ্দিন আহমেদ ও ডা. নিয়াজ মোহাম্মদ খানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও দুই বছরের জন্য নির্বাচিত সভাপতি (ইলেক্ট প্রেসিডেন্ট) হিসেবে বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান, ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এর নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান সদস্যরা হলেন, কোষাধক্ষ ডা. সিফাত-ই সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহানা পরাভীন ও সেলিনা ফাতেমা বিনতে শহীদ, অ্যাকাডেমিক সম্পাদক টুম্পা ইন্দ্রানী ঘোষ, কাউন্সেলর ডা. আ খ ম মোস্তফা কামাল, ডা. গোপেন কুমার কুন্ডু, ডা. হাফিজুর রহমান চৌধুরী, ডা. ফারুক আলম, ডা. শিবলি সাদিক, ডা. রুবিনা হোসাইন, ডা. শাহরিয়ার ফারুক, ডা. সুস্মিতা রায়।
নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিদায়ী প্রেসিডেন্ট, বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মনের খবরকে দেয়া প্রতিক্রিয়ায় ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ব্যাকাম- বাংলাদেশে শিশু-কিশোর মনোরোগ বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বকারী সংগঠন। এই সংগঠন শুধু মনোরোগের চিকিৎসা সেবা নিয়েই কাজ করে না, বরং মানসিক স্বাস্থ্যের সার্বিক উন্নতি নিয়ে কাজ করে। এরকম একটা সংগঠনের নেতৃত্ব দেয়া, দায়িত্ব পালন করা আনন্দেরই বটে। অর্পিত দায়িত্ব যদি ঠিকঠাক পালন করতে পারি তবেই সেটা স্বার্থক আনন্দের কারণ হবে’।
তিনি বলেন, ‘সম্প্রতি শিশু-কিশোরদের মাঝেও আত্মহত্যা প্রবনতা বেড়েছে। এই জায়গায় আমরা কাজ করছি। ব্যাকাম মূলত মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতে কাজ করে। আমরা চাই কেউ অসুস্থ না হোক। মানসিকভাবে সবাই সুস্থ এবং সুখী থাকুক’।
সংশ্লিষ্ট খবর…
বাকাম’র ১৫তম সম্মেলন : নানা আয়োজনের প্রথমদিন
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনের প্রথমদিনে বৈজ্ঞানিক সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপশাশি দ্বিতীয় দিন অর্ধদিনের বৈজ্ঞানিক সেশন এবং এজিএম সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত ইলেক্ট প্রেসিডেন্ট, মনের খবর এর সম্পাদক অধ্যাপক ডা. সালা্হউদ্দিন কাউসার বিপ্লব বলেন, ‘যেকোনো শীর্ষ বিন্দুতে যাওয়াতে মানুষের ভালো লাগে, আনন্দ লাগে। আনন্দের সাথে দায়িত্ব পালন করতে পারলে তখন আরো ভালো লাগে।’ তিনি, নবগঠিত সকল দায়িত্বশীল সহকর্মীদের শুভকামনা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য বিভাগে কর্মরত ‘চাইল্ড অ্যান্ড অ্যাডোলুসেন্ট মেন্টাল হেলথ’ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের জতীয় সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলুসেন্ট মেন্টাল হেলথ’ -(ব্যাকাম)। এবছর সংগঠনটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বাংলাদেশে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে দীর্ঘদিন ধরে গঠনমূলক কাজ করছে ব্যাকাম।
/এসএস/মনেরখবর/