বাকামের আয়োজনে অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভা

0
45

২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথ’ (বাকাম) এর উদ্যোগে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১ এপ্রিল) ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ শীর্ষক প্রতিপাদ্যে এনআইএমএইচ এর কনফারেন্স হলে এই আলোচনা সভা অনুষষ্ঠিত হয়।

এনআইএমএইচের পরিচালক ও অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি সুরক্ষা ট্রাস্টের চেয়ারম্যান, অধ্যাপক ডা. গোলাম রব্বানী।

সরকারের বিভিন্ন দপ্তরে জটিলতা ও প্রতিকূলতা মোকাবেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা কামনা করে অধ্যাপক ডা. গোলাম রব্বানী বলেন, সরকারের সচিবালয় কর্মকর্তাদের আন্তরিক হতে হবে। সবার লক্ষ্য রাখা উচিত যে, চিকিৎসকগণ সাধারণ মানুষের জরুরি সেবা প্রদান করে থাকেন। সুতরাং দেশের সাধারণ মানুষের অসুস্থতায় জরুরি সেবা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সকলেরই আন্তরিক হওয়া উচিত।

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অধ্যাপক ডা. গোলাম রব্বানী

এসময় আরো বক্তব্য রাখেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক, অধ্যাপক ডা. ফারুক আলম, বিএসএমএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বাকামের ইলেক্ট প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, বিএপির সহসভাপতি ডা. তারিকুল আলম, অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন, অধ্যাপক ডা. অভ্রদাস ভৌমিক, ডা. মেখলা সরকার, ডা. জিল্লুর রহমান খান রতন প্রমুখ।

এসময় বক্তারা অটিজম সচেতনতায় নানা পদক্ষেপ এবং প্রয়োজনীয়তার কথা বিশদভাবে বর্ণনা করেন। জেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অটিজম কর্ণারের ওপর জোর দেওয়া এবং সচেতনতামূলক কার্যক্রমে সাধারণ মানুষের সম্পৃক্ততা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে পদক্ষের আহ্বান জানান।

আলোচনা সভায় এনআইএমএইচ, বিএসএমএমইউ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (সাইকোলজি) শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন

অ্যাকাডেমিক সম্পাদক টুম্পা ইন্দ্রানী ঘোষের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. নিয়াজ মোহাম্মদ খান এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেন, এনআইএমএইচের চাইল্ড এডুলুসেন্ট এন্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সাদিয়া আফরিন।

আগতদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ সূচক বক্তব্য প্রদান করেন এনআইএমএইচের সহযোগী অধ্যাপক ও বাকাম প্রেসিডেন্ট ডা. হেলাল উদ্দিন আহমেদ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধক্ষ ডা. সিফাত-ই সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শাহানা পরাভীন, সেলিনা ফাতেমা বিনতে শহীদ, ডা. সুমাইয়া বিনতে জলিল, ডা. মাহাবুবা রহমান প্রমুখ।

/এসএস/মনেরখবর/

Previous articleসাইকিয়াট্রি বিভাগের এপ্রিলের বৈকালিক আউটডোর সূচি
Next articleমনের খবর পড়া যাবে এখন ডিজিটাল ডিভাইসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here