বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ BACAMH সদস্যপদ নবায়ন শুরু । ২০২৫ সালের ৫ ডিসেম্বর–এর মধ্যে সকল সদস্যকে তাদের সদস্যপদ নবায়ন সম্পন্ন করতে আহ্বান জানানো হয়েছে। আসন্ন বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবেই এই নবায়নকে বাধ্যতামূলক করা হয়েছে।
নবায়ন ফি (Membership Renewal Fees)
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (BACAMH)-এর বিভিন্ন সদস্য শ্রেণির জন্য সমান হারে নবায়ন ফি নির্ধারণ করেছে—
- General Member : 1000 BDT
- Fellow Member : 1000 BDT
- Life Member : 1000 BDT
- Student Member : 1000 BDT
- International Member : 100 USD
নবায়ন সম্পন্নের নিয়মাবলি (Step-by-step Instructions):
সদস্যপদ নবায়নের জন্য BACAMH তিন ধাপের সহজ নির্দেশনা দিয়েছে—
১. গুগল ফর্ম পূরণ করুন
নবায়ন প্রক্রিয়া শুরু করতে প্রথমেই নিচের গুগল ফর্মটি পূরণ করতে হবে।
২. নির্ধারিত নম্বরে সদস্যপদ ফি পাঠান
ফি পরিশোধের জন্য বিকাশ বা নগদের নম্বরগুলো—
- ডা. নাহিদ আহমেদ: 017-12863885 (Bkash & Nagad)
- ডা. ইমাদ: 017-36207138 (Bkash)
ব্যবহারকারীদের ফি পাঠানোর সময় ক্যাশ-আউট চার্জসহ মোট টাকা পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে।
৩. রেফারেন্সে নিজের নাম ও সদস্যপদের ধরন উল্লেখ করুন
বিকাশ/নগদের মাধ্যমে টাকা পাঠালে রেফারেন্সে অবশ্যই—
- আপনার নাম + সদস্যপদের ধরন (GM/LM) লিখতে হবে।
- উদাহরণ: Dr. Mahabuba/GM
গুগল ফর্মের লিংক – 🔗 https://forms.gle/3cxJBfFC73rfevJu8
ফি পাঠানোর পর সংশ্লিষ্ট নম্বরে স্ক্রিনশট পাঠাতে হবে। যাচাই সম্পন্ন হলে সদস্যকে আবার মানি রিসিপ্টের ছবি WhatsApp-এ পাঠিয়ে দেওয়া হবে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন –
ডা. নুসরাত জাহান তানজিলা
একাডেমিক সচিব, BACAMH
ফোন: 018-16274595
গুগল ফর্মে সহজে প্রবেশের জন্য পোস্টারে একটি QR কোড যুক্ত রয়েছে, যা স্ক্যান করলেই সরাসরি Membership Renewal Form–এ চলে যাবে।
BACAMH জানায়—সময়মতো নবায়ন সম্পন্ন করলে প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে এবং সকল সদস্যই স্বাচ্ছন্দ্যে আগামী বার্ষিক সম্মেলন–এ অংশ নিতে পারবেন। শিশু ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা দেশের অন্যতম বিশেষজ্ঞ সংগঠন BACAMH প্রতি বছরের মতো এবারও তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে। সময়মতো সদস্যপদ নবায়ন করলে সংস্থার ভবিষ্যৎ উদ্যোগ ও গবেষণামূলক কার্যক্রমে সদস্যরা আরও সম্পৃক্ত থাকতে পারবেন।
আরও দেখুন-


