অটিজম সচেতনতা দিবসে BACAMH এর ওয়েবিনার অনুষ্ঠিত

0
297
অটিজম সচেতনতা দিবসে BACAMH এর ওয়েবিনার অনুষ্ঠিত
গতকাল ২ এপ্রিল ছিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কমর্সূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে দিবসটি উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় আয়োজনে ছিল কিছুটা সীমাবদ্ধতা।

দিবসটি উপলক্ষে ওয়েবিনার (অনলাইন ভিত্তিক সেমিনার) এর আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ Bangladesh Association for Child and Adolescent Mental Health (BACAMH)। ওয়েবিনারটি মনের খবর অনলাইন টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়।

ওয়েবিনার চেয়ারপাসর্ন হিসেবে ছিলেন BACAMH প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিউরো ডেভলেপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্রাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী এবং BACAMH এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এম এস আই মল্লিক।

ওয়েবিনারে প্যানেল অব এক্সপার্ট ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল, অধ্যাপক ডা. ফারুক আলম, বর্তমান পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার, বিএপি) এর  সহ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. সুলতানা আলগীন, সহযোগী অধ্যাপক ডা. হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মো. সালেহ উদ্দীন, একই বিঅগের প্রাক্তন অধ্যাপক ডা. এম এ সালাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহাকারী অধ্যাপক জহির উদ্দিন,  বিএসএমএমইউ এর পেড্রিয়াটিক নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু BACAMH এর ইলেক্ট প্রেসিডেন্ট ডা. হেলাল উদ্দিন আহমেদ।

ওয়েবিনারে ভোট অব থ্যংকস প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্‌উদ্দিন কাউসার বিপ্লব এবং  BACAMH এর সাধারণ সম্পাদক ডা. নিয়াজ মোহাম্মদ খান।

ওয়েবিনারে মডারেটর হিসেবে ছিলেন BACAMH এর ট্রেজারার ডা. সিফাত ই সাইদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. টুম্পা ইন্দ্রাণী ঘোষ।

ওয়েবিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

সম্পূর্ণ ওয়েবিনারটি দেখতে ক্লিক করুন

মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

 

Previous articleঅটিজমে আক্রান্ত শিশুদের অর্থবহ জীবন প্রদানে ভাষাবিজ্ঞানের ভূমিকা
Next article“আত্মার বিলাপ” অধ্যাপক ডা. মোহিত কামাল এর নতুন বই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here