শুধু কম কথা বলার কারণে কাউকে অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশু বলা যায় না। কম কথা বলা যেকোনো কারণেই হতে পারে। ব্যক্তিগত প্রাকৃতিক বৈশিষ্ট কিংবা মস্তিস্কে আঘাতজনিত কারণেও এটা হতে পারে।
অটিজমের পেছনে আরো কিছু যৌথ কারণ রয়েছে বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ডু।
শুক্রবার (২৬ আগস্ট) রাত ৯টায় মনের খবর টিভির স্বাস্থ্যবিষয়ক বিশেষ প্রোগ্রাম ‘অটিজম‘ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অধ্যাপক ডা. গোপেন কুমার বলেন, কম কথা বলা, সামাজিক সম্পর্কে অনাগ্রহী হওয়া এবং পুনরাবৃত্তিমূলক আচরণ থাকলে তাকে আমরা অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশু বলতে পারি।
তিনি বলেন, একটা শিশু আরেকটা শিশুকে দেখলে খেলতে চাইবে, বন্ধুত্ব করতে চাইবে। কিন্তু যখন সে এটা করবে না এবং একই সাথে কম কথা বলা এবং পুনরাবৃত্তিমূলক আচরণ যদি তার মধ্যে দেখা যায় তবে তাকে অটিজম শিশু বলা যাবে।
অটিজমের বিস্তারিত জানতে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিবেদিত মনের খবর টিভ‘র বিশেষ এ প্রোগ্রামটি দেখতে ক্লিক করুন :
এছাড়াও দৈনন্দিন জীবনের সুস্থতার নানাদিক জানতে চোখ রাখুন মনের খবর টিভি’র ফেসবুক পেজ। স্বাস্থ্যবিষয়ক যেকোনো প্রয়োজনে নিজের সমস্যা লিখে মেসেজ করুন ইনবক্সে অথবা সরাসরি পরামর্শ পেতে কমেন্ট করুন অনুষ্ঠান চলাকালীন সময়ে। যেকোনো বিষয়ে প্রশ্ন করতে সরাসরি কল করতে পারেন 01844618482 এই নাম্বারে।
/এসএস/মনেরখবর