Author: মামুনুর রশীদ

মানসিক রোগের ইতিহাস সম্ভবত মানজাতির উন্মেষকাল থেকেই। মানবসভ্যতার কালে এ রোগটি কিছুটা স্থিত হয়ে যায়। কালক্রমে সভ্যতার বিকাশের সাথে সাথে নানা জটিল উপাদান যুক্ত হয়ে আবার নতুন পরিগ্রহ করে। দেহ নিয়ে ভাবনা মানুষের যতটা মুখ্য, মন নিয়ে ভাবনাটা সে ক্ষেত্রে ততটা গৌণ। শিল্প-সাহিত্যের চর্চার ফলে এ বিষয়টি ক্রমাগত মানুষের চোখের সামনে আসে। মানুষের অদ্ভুত সব ক্রিয়া-প্রতিক্রিয়া, অভিব্যক্তি- এসবের মধ্য দিয়ে জটিল সব উপকরণ পাওয়া যায়। এসব উপকরণ ব্যাখ্যা করে বিভিন্ন দার্শনিক নতুন নতুন ভাবনার উপস্থাপন করেন। ঊনবিংশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে এসে এই সব ব্যাখ্যা সুনির্দিষ্ট রূপ পেতে থাকে। মানবসভ্যতার ক্ষেত্রেও নতুন সূত্র আবিষ্কার হতে থাকে।