সুখ বলতে কী বোঝায় কিংবা ইতিবাচক চিন্তা-ভাবনার ধরন কী ইত্যাদি বিষয়ে হয়তো আমরা নিজেদের ধারণা থেকে ছোট করে সঙ্গায়িত করতে পারি।
কিন্তু এই সুখ এবং ইতিবাচক চিন্তা যে একটি অপরটির সাথে সম্পৃক্ত- এই বিষয়ে সুস্পষ্ট ধারণা দিতেই ‘পজিটিভিটি এন্ড হ্যাপিনেস’ ওয়ার্কশপের আয়োজন করেছিলো আঁচল ফাউন্ডেশন ও ঢাকা ইউনিভার্সিটি অপটিমিস্টিক সোসাইটি (DUOS)।
ঢাবিতে চলছে ‘পজিটিভিটি এন্ড হ্যাপিনেস’ ওয়ার্কসপের রেজিস্ট্রেশন
আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানসিন জানান, ক্যাম্পাস ভিত্তিক মানসিক স্বাস্থ্যের উপর ওয়ার্কশপের উদ্যোগ নিয়েছে আঁচল ফাউন্ডেশন। সেটারই দ্বিতীয় পর্ব ছিলো ২৪ সেপ্টেম্বর।
এ নিয়ে কথা হয় সংগঠনের টিম লিডার হাসনাত জাহান এর সাথে। তিনি জানান, আয়োজনটি ছিলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন এন্ড কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ও DUOS এর মডারেটর ড. মাহজাবিন হক।
ওয়ার্কশপে মূল আলোচক ছিলেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা এমডি ইলিয়াস কাঞ্চন। এছাড়াও উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল কলেজের প্রিন্সিপাল আরিফ আহমেদ।
হাসনাত জাহান বলেন, আরিফ আহমেদ স্যার আমাদের ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করেছিলেন। উনি যখন আসলেন আমরা উনাকে সম্মানিত অতিথি হিসেবে বরণ করে নেই।
‘পজিটিভিটি এন্ড হ্যাপিনেস’ ওয়ার্কশপ এর মূল উদ্দেশ্য সবার মাঝে সুখী মনোভাব ছড়িয়ে দেওয়া। ‘আত্মবিশ্বাস বাড়িয়ে হতাশা কাটানোর এবং সুখের অনুভূতি জাগ্রত করার মাধ্যমে সুখী জীবন গঠনে ভূমিকা রাখতে চাই। সেজন্যই আমাদের এই প্রচেষ্টা’ বলছিলেন হাসনাত জাহান।
/এসএস/মনেরখবর/