আজ ৩০ এপ্রিল (রবিবার) সকাল ১১টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি প্রফেসর ডা. ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোহিত কামালের পরিচালনায় অনুষ্ঠানটিতে নতুন কার্যকরী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় আগামী ২৩ মে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বাৎসরিক পরিকল্পনা হিসেবে মেডিকেল কলেজগুলোতে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষাসূচীতে মানসিক রোগ শিক্ষাকে আরো সঠিক পরিসরে করার, মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গবেষণা, মনোরোগ বিশেষজ্ঞদের জন্য নতুন পোস্ট তৈরি, বাংলাদেশ সাইকিয়াট্রিস্টস এসোসিয়েশনের জার্নালকে ইনডেস্ক জার্নাল এবং বিভিন্ন বিষয়ে সাব-কমিটি করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
সভাটিতে নতুন কমিটির সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট-এর ভূতপূর্ব সভাপতি প্রফেসর ডা. গোলাম রব্বানী।
প্রতিবেদক, মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।