শিশুদের মানসিক স্বাস্থ্য বিষয়ে অভিভাবকদের সচেতন করার প্রয়াস নিয়ে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন “ব্রাইটার টুমরো” এর উদ্যোগে আগামী ২০ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে “শিশুদের স্বপ্নের পৃথিবী” শীর্ষক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
গত ২৫ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজে ‘ব্রাইটার টুমরো’ এর একটি প্রস্তুতি সভায় সংগঠনটির কর্ণধার সাংবাদিক জয়শ্রী জামান এ কথা বলেন। এছাড়াও প্রতিযোগিতায় ৫০ জন শিশুকে পুরুস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার রুহুন গণি জ্যোতি, ভোরের কাগজের রাশেদ আলী, বাংলাভিশনের রাশেদ কামাল, ডাঃ ফারশিদ ভূইয়া, খায়রুল আলম প্রমুখ।
সকল শিশুর জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় নাম রেজিস্ট্রেশনের জন্য নিন্মোক্ত নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
জয়শ্রী জামান – ০১৭৩৭৬৯৮৩৭২
প্রতিবেদক, মনেরখবর.কম
লক্ষ্য করুন- মানসিক স্বাস্থ্য বিষয়ক খবর বা প্রেস রিলিজও আমাদের পাঠাতে পারেন। বৈজ্ঞানিক সেমিনার, বিশেষ ওয়ার্কশপ, সাংগঠনিক কার্যক্রমসহ মানসিক স্বাস্থ্য বিষয়ক যে কোনো খবর পাঠাতে news@www.monerkhabor.com এই ইমেইলটি ব্যবহার করতে পারেন আপনারা।