Sunday, December 22, 2024

সেপসিস কী, কেনো হয় এবং এটি কি মরণব্যাধি?

প্রতিদিনের চিঠি – আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে এই ইমেইলে monerkhaboronline@gmail.com। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ

প্রতিদিনের চিঠি

চিঠি

আমার ছোট বোনের জন্য জানতে চাচ্ছি। রোগীর বয়স ২২। আমার ছোট বোনের জন্য জানতে চাচ্ছি। রোগীর বয়স ২২। রোগী ২ বছর আগে মানসিক সমস্যার জন্য একটা মেডিকেলের মনোরোগবিদ্যা বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক সিনড্রোম দেখে রোগটাকে বাইপোলার ডিসওর্ডার হিসেবে চিহ্নিত করে। এরপর চিকিৎসার মাধ্যমে রোগী রিকভার করে সুস্থ হয় এবং স্বাভাবিকভাবে পড়াশোনা ও কাজকর্ম চালিয়ে যেতে থাকে।কিন্তু হঠ্যাৎ করে গত সেপ্টেম্বর মাসে তার মধ্যে পূর্বের লক্ষণগুলো (রোগীকে কোনো কিছু না খাওয়াতে পারে।জোর করে ধরেও রোগীর মুখে খাবার দিতে না পারা, চুপচাপ থাকা, মানুষদেরা সব জ্বিন হয়ে গেছে বলতে থাকা, ঠান্ডা সহ্য করতে না পারা, বাতাস ও আলো সহ্য করতে না পারা, নিজে নিজে কথা বলা) আবার দেখা দেয়। পরে পুনরায় আবার সেই মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার ভর্তি করে এবং চিকিৎসা দিতে থাকে। চিকিৎসার ৫ দিন চলাকালীন মেডিকেলে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ লেখা হয় সেপসিস, হার্টবিট খুঁজে না পাওয়া ও সিজোফ্রেনিয়া। এখন আমার প্রশ্ন হলো- সেপসিস কী? সেপসিস কেনো হয়? সেপসিস কি মরণব্যাধি? সেপসিসে আক্রান্তদের বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট? সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসওর্ডার আক্রান্ত রোগীদের ক্লিনিক্যাল চিকিৎসা চলাকালীন সময়ে রোগী সেপসিসে আক্রান্ত হওয়া বা সেপসিসে মৃত্যু হওয়া কি স্বাভাবিক ?

 

মন প্রতিদিন

উত্তর

আপনেকে ধন্যবাদ। আপনার বোনের সাথে যা হয়েছে সেটা অবশ্যই দুঃখজনক ও কষ্টকর। আত্মার মাগফেরাত কামনা করছি, সেই সাথে আপনার দুঃখ লাঘব হোক সেই দোয়াও করছি।

বাইপোলার রোগটাই এমন বারবার আসতে পারে আবার সম্পূর্ণ সুস্থ থাকতে পারে। আর সেপসিস হলো রক্তে ইনফেকশন হয়ে যাওয়া। এই রক্তে ইনফেকশন বা সেপসিসের সাথে মানসিক রোগের সরাসরি কোনো সম্পর্ক নাই। সেপসিস হলে সেটা অন্যকোনো কারণে হয়ে থাকতে পারে। সাধারণত শরীরে অন্য কোনো কারণে যদি ইনফেকশন হয় সেখান থেকে রক্তে ছড়াতে পারে। হ্যাঁ, সেপসিস অনেক মারত্মক, চিকিৎসাও কঠিন। মৃত্যুঝুকি অনেক বেড়ে যায়।
ভালো থাকুন।

ইতি,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

অধ্যাপক ও চেয়ারম্যান (এক্স), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
মনোরোগ, যৌন সমস্যা ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ।
চেম্বার:MK4C, মনের খবর ফর কেয়ার
মগবাজার রেইল গেইট।
চেম্বার সিরিয়াল: ০১৮৫৮৭২৭০৩০
অনলাইন: ০১৮৪৪৬১৮৪৮