বিএসএমএমইউ-তে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন: জুলাই গনহত্যায় আহতদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

0
22
বিএসএমএমইউ-তে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন: জুলাই গনহত্যায় আহতদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে আজ ১৬ অক্টোবর এক সায়েন্টিফিক সেমিনার আয়োজন করা হয়। মনোরোগ বিদ্যা বিভাগ ও এলামনাই এসোসিয়েশান ডিপার্টমেন্ট অব সাইকিয়াট্রি, বিএসএমএমইউ-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।”

বিএসএমএমইউ-তে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন: জুলাই গনহত্যায় আহতদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, বাংলাদেশ এসোসিয়েশান অব সাইকিয়াট্রির (বিএপি) কনভেনার অধ্যাপক ডা. আবদুল মোত্তালিব, বাংলাদেশ এসোসিয়েশান অব সাইকিয়াট্রির (বিএপি) এর মেম্বার সেক্রেটারী অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন।

পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. নাহিদ মেহজাবিন মোরশেদ। “জুলাই গণহত্যার মানসিক স্বাস্থ্যের প্রভাব” নিয়ে সায়েন্টিফিক প্রেজেন্টেশান উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সামসুল আহসান ।

বিএসএমএমইউ-তে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন: জুলাই গনহত্যায় আহতদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

“কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” বিষয়ে প্রেজেন্টেশান করেন ডা. মো. রাহানুল ইসলাম। এরপর প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. নিলুফা আক্তার জাহান, মেজর (অব.) অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব, ব্রিগ. জে. (অব.) ডা. কামরুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদা বুশরা এবং তারেক রেজা।

আলোচনা শেষে উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার তাঁর বক্তব্যে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা ও তার গুরুত্ব তুলে ধরেন এবং দ্রুততার সাথে এই সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব এবং সমাপনী বক্তব্য দেন অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন আলি শাহ। সেমিনারটি সঞ্চালনা করেন ডা. সাইদুল ইসলাম সাইদ।

বিএসএমএমইউ-তে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উদযাপন: জুলাই গনহত্যায় আহতদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বারোপ এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান

আরও পড়ুন:

Previous articleভুলে যাওয়ার নানা কারণ
Next articleকর্মক্ষেত্রে অনৈতিক সম্পর্ক বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here