আজ আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনা ,এনসিডিসি প্রোগ্রাম ও স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর উদ্যোগে আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বছরের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এখনই সময়।”
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন আধুনিক সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবু সৈয়দ মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং এটি সুরক্ষার জন্য স্বাস্থ্যসেবা কর্মীদের ভূমিকার ওপর আলোকপাত করেন।
মুল বক্তা ডা. সজীব আবেদীন কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “কর্মক্ষেত্রে মানসিক চাপ ও মানসিক স্বাস্থ্য অবনতি রোধে সকল পর্যায়ের কর্মীদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষার্থী, ইন্টার্ন ও হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য রক্ষার পাশাপাশি মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভার শেষে কর্মক্ষেত্রে মানসিক চাপ হ্রাস এবং মানসিক সুস্থতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
আরও দেখুনঃ