আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৪ উপলক্ষে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোর একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, “কর্ম ক্ষেত্রে মানসিক সুস্থতা নিশ্চিত করার এখনই সময়”।
র্যালির পর ক্লায়েন্টদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর মোঃ রাশিদুল আলম। তিনি মানসিক স্বাস্থ্য ও এর গুরুত্ব এবং বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
রাশিদুল আলম কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “কর্মক্ষেত্রে বার্ন-আউট প্রতিরোধের জন্য সহযোগিতামূলক কর্ম পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সকলকে কাজের উদ্দেশ্য ও দৃঢ়তা বজায় রাখতে উদ্বুদ্ধ করেন।
আলোচনা সভায় প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম এবারের প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ক্লায়েন্টদের উদ্দেশ্যে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের জন্য বিভিন্ন ঝুঁকির দিক সম্পর্কে অবহিত করেন। তিনি মানসিক স্বাস্থ্যসেবার সাথে জড়িত কর্মীদের তাদের কর্মস্থলে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও যত্ন নিশ্চিত করার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
আলোচনা সভায় উপস্থিত সকলেই মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে মানসিক সুস্থতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আরও দেখুনঃ