এনআইএমএইচে জাতীয় মানসিক স্বাস্থ্য পলিসি কর্মশালা

মানসিক স্বাস্থ্য নীতির আলোকে জাতীয় মানসিক স্বাস্থ্য পলিসি ব্রিফিং তৈরির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগীতায় সূচনা ফাউন্ডেশন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি- ২০২২’ এর আলোকে কর্মপরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সমন্বয়ে প্রণিত পরিকল্পনা ও পরামর্শ নিয়ে চূড়ান্ত পলিসি গ্রহণ করবে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পলিসি চূড়ান্ত হলে সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের উচ্চপর্যায়ে ব্রিফ করা হবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউ এর পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব (স্বাস্থ্য সেবা বিভাগ) ডা. এ এম পারভেজ রহিম, বিশেষ অতিথি ছিলেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম রব্বানী, বাংলাদেশে এশোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সহসভাপতি বি.জে (অবঃ) অধ্যাাপক ডা. আজিজুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে এশোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সহসভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, সূচনা ফাউন্ডেশনের প্রতিনিধি নাজিশ আরমান, এনসিডিসি প্রোগ্রামের লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন প্রমুখ।

/এসএস/মনেরখবর/

Previous articleশিশুদের প্লে থেরাপি
Next articleবিএপির নতুন পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব গ্রহণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here