মনের খবর প্রতিবেদক : আসছে এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (ডব্লিউপিএ) আঞ্চলিক কংগ্রেস -২০২৩। এতে সার্কভুক্ত দেশসমূহ অংশ নিবে।
‘সচেতনতা বৃদ্ধি ও ট্রিটমেন্ট গ্যাপ সেতুবন্ধন’ শীর্ষক প্রতি পাদ্য নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কোলকাতার হোটেল আইটিসি রয়েল বেঙ্গলে আগামী ১৪, ১৫ ও ১৬ এপ্রিল তিনদিন ব্যাপী সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, শ্রীলঙ্ক, আফগানিস্তান, মালদ্বীপ ও পাকিস্তান থেকে মনোরোগ বিশেষজ্ঞগণ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।
জানা যায়, কংগ্রেসের বৈজ্ঞানিক অধিবেশনে উপস্থাপনের জন্য গবেষণা প্রবন্ধ আহ্বান করা হয়েছে। বাংলাদেশি সকল সাইকিয়াট্রিস্টস গবেষকগণ এতে অংশ নিতে পারবেন। প্রবন্ধ জমা দেয়া যাবে ৩১ জানুয়ারী -২৩’ পর্যন্ত। www.wparc2023.com ওয়েবসাইটের মাধ্যমে প্রবন্ধ জমা দেয়া যাবে বলে এক বিবৃতি জানিয়েছে, ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (ডব্লিউপিএ)।
ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কংগ্রেস -২০২৩ বাস্তবায়নে সাইন্টিফিক কমিটির সদস্য, ইউএসবাংলা মেডিক্যাল কলেজেরে সহকারী অধ্যাপক ডা. রুবিনা হোসাইন বলেন, ‘আন্তর্জাতিকভাবে বাংলাদেশে মনোরোগবিদ্যার প্রতিনিধিত্ব করার জন্য এটি আমাদের সবার জন্য একটি চমৎকার সুযোগ হবে’।
/এসএস/মনেরখবর/