বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র্যালি আলোচনা সভা ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
‘মানসিক স্বাস্থ্য ব্যাতীত সুস্বাস্থ্য নয়’ শ্লোগানে নানা আয়োজনে দিবসটি পালন করে বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগ। ছাত্র, শিক্ষক, নার্স, সাইকোলজিস্ট সবার প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত ছিল বিএসএমএমইউ প্রাঙ্গণ।
সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিএসএমএমইউ এর উপচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, বিভাগের সাবেক চেয়ারম্যান ও সিনিয়র অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, অধ্যাপক ডা. মোহসিন আলী শাহ, সহকারী অধ্যাপক ডা. এস এম আতিকুর রহমান, ডা. সিফাত ই সাঈদ, ডা. ফাতেমা মারিয়া খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য ব্যতীত সুস্বাস্থ্য হতে পারে না। এজন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও নজর দিতে হবে। বর্তমান জাতীয়-আন্তর্জাতিক নানা পরিস্থিতি এবং কোভিড পরবর্তী অবস্থায় মানসিক স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। তবে আমরা পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারবো।
র্যালি ও আলোচনা সভার পাশাপাশি ওয়ার্ডের সকল রোগী এবং তাদের অভিভাবকদের মাঝে খাবার বিতরণ করে আয়োজক কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ‘সবার মানসিক স্বাস্থ্য ও ভাল থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার’, এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বাংলাদেশও বিভিন্ন মেডিকেলে কলেজ, হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছ।
‘যুদ্ধ ও আর্থিক দুরবস্থাও মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ’
ঢামেকে সজীবতার আবহে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত
/এসএস/মনেরখবর/