মানসিক রোগের মধ্যেই মানসিক স্বাস্থ্য সীমাবদ্ধ নয় বলে উল্লেখ করেছেন মানসিকরোগ বিশেষজ্ঞরা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
সোমবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে রালি ও আলোচনা সভার আয়োজন করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগ।
আলোচনা সভায় বক্তারা মানসিক স্বাস্থ্যের নানাদিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মানসিক রোগের মধ্যেই মানসিক স্বাস্থ্য সীমাবদ্ধ নয় বরং সব ধরণের মানসিক চাপ মুক্ত থেকে সুখী ও মানসিকভাবে তৃপ্তিদায়ক জীবনযাপন মানসিক সুস্বাস্থ্যের অন্তর্ভুক্ত।
হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম এবং মূখ্য আলোচনা ছিলেন মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান খান রতন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাকিউল আলম প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলম বলেন, মানসিক স্বাস্থ্য মানুষের সার্বিক সুস্থতারই অংশ। মানসিক স্বাস্থ্যকে যদি স্বাস্থ্য খাতের সাথে মূলধারায় সংযুক্ত করা যায় তাহলে এর সেবা সচেতনতা সচেতনতা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, ‘আমি হাসপাতালের সকল বিভাগের ডাক্তার কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে মানসিক স্বাস্থ্য সচেতনতায় ভূমিকা রাখার জন্য বিশেষ আহ্বান জানাই। আমাদের প্রত্যেকের মানসিক সুস্থতা নিশ্চিতের জন্যই আমাদেরকে সচেতন হতে হবে।’
স্বাগত বক্তব্যে সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. জিল্লুর রহমান খান রতন বলেন, মানসিক স্বাস্থ্য দিবসে আমাদের এজাতীয় আয়োজন ও উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সামাজিক সচেতনতা তৈরী করা। বিশেষ করে যারা দেশের নীতিনির্ধারক পর্যায়ে আছেন, বিভিন্ন পেশায় নিয়োজিত পেশাজীবি, ডাক্তার, শিক্ষক, সমাজকর্মী, বিভিন্নক্ষেত্রে যারা সমাজে নেতৃত্ব দেয় তাদেরকে সজাগ করা আমাদের উদ্দেশ্য।
তিনি বলেন, আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে ডাক্তারগণ সবাই কিন্তু বিসিএস ক্যাডার। কিন্তু দেখা যায় মানসিক স্বাস্থ্য সমস্যায় আমরা এখনো সাইকোলজি ডিপার্টমেন্টে রেফার করি। অন্যান্য বিভাগের ডাক্তাররা এটা করেন। এটা আমাদের সচেতনতার অভাব। এই জায়গায় আমাদের আরো সচেতন হতে হবে।
এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ৮.৩০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে সাইকিয়াট্রিসহ বিভিন্ন বিভাগের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
/এসএস/মনেরখবর/