চিঠি : স্যার, আমার সিজোফ্রেনিয়া আছে। এখন আমার বিভ্রমের কোনো লক্ষণ নেই। তবে আমি প্রতিদিন রাতে zapenia 100 mg এবং risdon 2 mg নিচ্ছি। সে জন্য আমি রাতে বেশি ঘুমাই। সকাল পর্যন্ত প্রায় ১২ ঘণ্টার বেশি ঘুমাই। আমার সেক্স ড্রাইভ কম। আমার এখন কি করা উচিত?
জামাল (ছদ্মনাম)
পরামর্শ : ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। সিজোফ্রেনিয়া একটি অত্যান্ত জটিল মানসিক রোগ। আপন ওষুধ খেয়ে ভালো আছেন এটা শুনে ভালো লাগলো। আসলে বর্তমান চিকিৎসা পদ্ধতিতে এই রোগে অনেক ভালো থাকা যায়। আপনার বিভ্রমে সমস্যা নাই তারমানে আপনি কাজ করার মতো অবস্থায় আসছেন। আপনার ডাক্তারকে ধন্যবাদ। তবে zapenia এবং risdon দুই জাতীয় ওষুধ না খেয়ে ডাক্তারকে বলবেন যেকোনো একদিকে চলে আসতে। হয় জাপেনিয়ার (zapenia) দিকে অথবা রিসডডনের (risdon) দিকে। তাহলে হয়তো আপনার ঘুমের সমস্যা এবং সেক্সের সমস্যা কিছুটা কমে আসতে পারে।
- তবে যদি আপনি জাপেনিয়ার দিকে যান তাহলে আপনার জন্য ভালো হবে। কারন রিসডন সেক্সের সমস্যা করে, ঘুমের সমস্যাও করে। জাপেনিয়ার দিকে যাওয়া বেটার হবে। রিসডন কমিয়ে দিলে দুটো সমস্যাই কমে যাবে। আপনি ভালো আছেন এটা যেমন দরকার তেমনি অন্যকোনো সমস্যা থেকেও বেঁচে থাকা দরকার। হঠাৎ করে যদি নিজে নিজে চেঞ্জ করেন তাহলে রোগের সমস্যা বাড়তে পারে।
সুতরাং এটা অবশ্যই সাবধানে চিকিৎসকের সাথে পরামর্শ করে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। অথবা চিকিৎসকের সাথে আলাপ করে আরো কিছু ওষুধ আছে যেগুলো সেক্সেুয়াল সমস্যা এবং ঘুমের সমস্যা কম হয়। ওইদিকেও যেতে পারেন। তবে এটা একটু রিস্কি হতে পারে। তবে এটা গাইডের পরামর্শ মেনে করতে হবে। নচেৎ হঠাঃ করে সিনড্রোম বেড়ে যেতে পারে। ভালো থাকুন। সুস্থ থাকুন। পরবর্তীতে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন।
পরামর্শ দিয়েছেন,
অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব- সম্পাদক, মনের খবর
অধ্যাপক– মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার– মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর– সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
এই বিভাগের অন্যান্য লেখা পড়তে ক্লিক করুন এখানে :
মাসিক মনের খবর প্রিন্ট ম্যাগাজিন সংগ্রহ করতে চাইলে কল করুন : 01797296216 এই নাম্বারে। অথবা মেসেজ করুন পেজের ইনবক্সে। লেখা পাঠাতে পারেন monerkhaboronline@gmail.com বা 01844618497 নাম্বারে।
প্রতিদিনের চিঠি : আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা-দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আপনিও লিখতে পারেন আমাদেরকে। সেজন্য ফলো করুন আমাদের ফেসবুক পেজ।
/এসএস/মনেরখবর