অটিজম সচেতনতা দিবসে সোহরাওয়ার্দী মেডিকেলে র‌্যালি ও আলোচনা সভা

‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২’ উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটির সাইকিয়াট্রি অ্যান্ড পেডিয়াট্রিক্স বিভাগের যৌথ আয়োজনে তা অনুষ্ঠিত হয়।

শনিবার (২ এপ্রিল) সকালে মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে র‌্যালি অনিুষ্ঠিত হয়। র‌্যালি শেষে সাড়ে আটটায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ বি এম মাকসুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ডা. মো. খলিলুর রহমান ও উপ-পরিচালক ডা. মো. সায়েদুজ্জামান।

র‌্যালি ও আলোচনা সভায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজমা বেগমের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন উক্ত প্রতিষ্ঠানের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা, মো. জিল্লুর রহমান খান।

এছাড়া র‌্যালি ও আলোচনা সভায় বিভাগীয় ডাক্তার ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Previous articleঅটিজমে আক্রান্তদের সাথে প্রিয়জনের মতো আচরণ করুন : প্রধানমন্ত্রী
Next articleআচরণগত সমস্যার সঙ্গে মাদকাসক্তির সম্পর্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here