আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের মনোরোগ বিশেষজ্ঞদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশে এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর অফিসিয়াল মোবাইল অ্যাপ।এর মাধ্যমে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবাখাতে যুক্ত হলো আরও একটি নতুন পালক
এই অ্যাপসের মাধ্যমে মানসিক রোগ বিশষজ্ঞদের অভ্যন্তরীণ যোগাযোগ আরও উন্নত হওয়ার পাশাপাশি তথ্য ও গবেষণা আরও সমৃদ্ধ হবে। এছাড়া সাধারণ রোগীরাও উপকৃত হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অ্যাপ থেকে সাধারণ ব্যবহারকারীরা মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। এছাড়া অ্যাপে বিএপি এর সদস্যদের জন্য রয়েছে আলাদা।
ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর একটি হোটেল অনুষ্ঠিত বিএপি’র নির্বহী কমিটির সভা ও সায়েন্টিফিক সেমিনারে অ্যাপের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানে বিএপি’র সভাপতি অধ্যাপক ডা. ওয়াজিউল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম, সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম সহ-সভাপতি অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ডা. গোলাম রব্বানী সহ বিএপি’র নির্বহী কমিটির সদস্য ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ সদস্যরা যোগ দেন।
এর আগে, গত বছরের ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে “বিএপি মোবাইল অ্যাপ” এর উদ্বোধন করা হয়।
অ্যাপটি বাস্তবায়নে সহযোগিতা করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।