অবশেষে বাংলাদেশেও ওমিক্রন শনাক্ত

0
22
An illustration picture taken in London on December 2, 2021 shows four syringes and a screen displaying the word 'Omicron', the name of the new covid 19 variant. (Photo by Justin TALLIS / AFP)

অবশেষে বাংলাদেশে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্প্রতি জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে এই ধরন শনাক্ত হওয়ায় তাদেরকে হোটেল সোনারগাঁওয়ে আইসোলেশনে রাখা হয়েছে। আজ শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী।

আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্ত দুই নারী ক্রিকেটারের নমুনা জিনোম সিকোয়েন্সিং্যের কাজ শুরু করেছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু ঘটে।

চলতি বছরের ২৪ নভেম্বর আফ্রিকা মহাদেশের বতসোয়ানায় প্রথম করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়। এরপরে দ্রুতগতিতে আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় এ ধরণ ছড়িয়ে পড়ে। বিশ্বের ৩৮ টি দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার পরে অবশেষে বাংলাদেশে মিললো এই ভ্যারিয়েন্ট।

যদিও এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে বেটা, অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় গামা, নভেম্বরে ব্রাজিলে আলফা এবং ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ডেল্টা নামে করোনার চারটি ধরণ আবিষ্কৃত হয়েছে।

অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় মৃদু সংক্রমন দেখা গেলেও বিস্তার লাভ করার ক্ষমতা বেশী ওমিক্রনের। এই ভাইরাসে এখনো কোন প্রাণহানি ঘটেনি বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দক্ষিণ আফ্রিকার গবেষকগণ।

বাংলাদেশে ওমিক্রনের ব্যাপারে কোন ছাড় দিতে চাই না সরকার। তাই যারা টিকা নেননি, তাদেরকে টিকা নিতে আহ্বান করেছেন স্বাস্থ্যমন্ত্রী। মানুষের দেহে খুব দ্রুত ছড়িয়ে পড়ে বলে এটি এড়িয়ে যাওয়ার কোন অবকাশ নেই।

লিখেছেন শরীফুল সাগর।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

“মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

 

Previous articleমনকে মাঝামাঝি রাখাই বাইপোলার চিকিৎসার মূল উদ্দেশ্য
Next articleবাংলাদেশ ক্রিকেট দলের জন্য সাইকোলজিষ্ট আনতে চান পাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here