জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভা

0
65
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আলোচনা সভা

৩০ তম বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে “অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদ আলম।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদার এর সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক ডা. শাহ আলম, অধ্যাপক ডা. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, কামরুল হাসান, ডা. অভ্র দাস ভৌমিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় প্রতিষ্ঠানটির সহকারি পরিচালক ডা. তারিকুল আলম ছাড়াও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রাক্তন এবং বর্তমান চিকিৎমকবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা দেশের মানসিক স্বাস্থ্য সেবার উন্নয়নে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কর্ম তৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার পুর্নব্যাক্ত করেন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন:করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

Previous articleআহ্ছানিয়া মিশনের ৪ কেন্দ্রে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন
Next articleলকডাউন পরবর্তী মানসিক চাপ এড়াতে প্রয়োজনীয় কিছু কার্যকরী টিপস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here