আপাতত রিলাফিন চালিয়ে যেতে পারেন। সেই সাথে রিলাক্সেশন (মেডিটেশন)। রিলাফিনের বদলে ক্যাপসুল প্রোলার্ট ( Cap – Prolert 20mg) সকালে একটা করে খেতে পারেন। তবে অবশ্যই কোনো একটা জায়গা থেকে নিয়মিত চিকিৎসা নেয়ার চিন্তা করেন। পরিবারের বিষয়টি নিয়েও একটুভাবতে হবে। আমাদের দেশের মানুষজন এখনো মানসিক রোগ ভাবতে পারে না বা মেনে নিতে পারে না। আশা করি তারাও বুঝবেন। প্রয়োজনে উনাদেরকেও ডাক্তারের কাছে নিয়ে আসবেন, তখন বুঝিয়ে বলা সম্ভব হবে। এই লেখাটিও উনাদেরকে দেখাতে পারেন। ভালো থাকুন।[/vc_message]
ইতি,
প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
সম্পাদক – মনের খবর।