করোনা আক্রান্তকে শনাক্ত করবে কুকুর!

0
23
কুকুর শনাক্ত করবে করোনা আক্রান্তকে!
কুকুর শনাক্ত করবে করোনা আক্রান্তকে!
বিশ্বজুড়ে মানুষ উদ্বিগ্ন মহামারি করোনাভাইরাস নিয়ে। এমন সময় জানা গেল, কুকুর করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করবে।
আমরা জানি, অপরাধ দমনে আগে থেকেই কুকুরকে কাজে লাগানো হয়। এবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে কুকুরের ঘ্রাণশক্তিকে কাজে লাগাতে চান গবেষকরা।
গবেষকদের দাবি, যেহেতু প্রতিটি রোগের আলাদা-আলাদা গন্ধ রয়েছে তাই বেশ কয়েকজন করোনা আক্রান্ত রোগীর শরীর থেকে গন্ধ শুঁকে নিয়ে ধারণা করতে পারবে, করোনা আক্রান্তের শরীর থেকে কী ধরনের গন্ধ বের হয়। একবার গন্ধ সম্পর্কে প্রশিক্ষণ পাওয়ার পরে কুকুরের পক্ষে করোনা আক্রান্ত রোগী শনাক্ত করতে ভুল হবে না।
লন্ডনের মেডিক্যাল ডিটেকশনের প্রধান ক্লেয়ার গেস্ট বলেন, কিছু কুকুরকে ৬ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে।‍ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সহজেই প্রাথমিক অবস্থায় থাকা রোগীকেও শনাক্ত করতে সক্ষম হবে।
Previous articleস্বাভাবিক পৃথিবীও সপ্তাহে দু’দিন লকডাউনে থাকুক:পাঠকের কলাম
Next articleভাইরাসের ভয় নেই, খিদের ভয় কর্মহীন বুয়াদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here