চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস ইতোমধ্যে দেশটির রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। গত ২০ বছরে চীন এবং বাকি বিশ্বের মধ্যে সরাসরি ফ্লাইট যোগাযোগ দ্রুত সম্প্রসারিত হওয়ায় ভাইরাসটি চীনের বাইরেও ছড়িয়ে পড়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। করোনা ভাইরােস বাংলাদেশে সংক্রমিত হওয়া প্রতিরোধেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
করোনা ভাইরাস প্রতোরোধে করণীয় সম্পর্কে প্রচারণা কার্যক্রম শুরু করেছে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা (সিএমএইচ) এর মনোরোগবিদ্যা বিভাগ-
করোনা ভাইরাস প্রতিরোধে করনীয়
ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন
প্রয়োজনে গাউন, গ্লোভস্ এবং গোগলস ব্যবহার করুন
গণপরিবহন ও গণজমায়েত এড়িয়ে চলার চেষ্টা করুন
প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন
ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন
কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন
ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন
ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন
আক্রান্ত ব্যক্তি হতে সতর্ক থাকুন
নিজে আক্রান্ত হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন
নিজে/পরিজন আক্রান্ত হলে আতঙ্কিত/প্যানিক হবেন না