সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের আয়োজনে “Role of Quetiapine in Management of Schizophrenia and BMD” শিরোনামে বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জুলাই মনোরোগবিদ্যা বিভাগের আন্ডার গ্র্যাজুয়েট হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. গোপাল শংকর দে এবং অধ্যাপক ডা. গোপীকান্ত রায়।
কর্মশালায় চেয়ারপার্সন ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডা. রমেন্দ্র কুমার সিন্হা রয়েল। এছাড়া প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. শফিকুর রহমান, অধ্যাপক ডা. সুষ্মিতা রায়, ডা. এম শামসুল হক চৌধুরী, ডা. সিদ্ধার্থ পাল, ডা. দিপেন্দ্র নারায়ণ দাস, ডা.আহমেদ রিয়াদ চৌধুরী, ডা. কাওসার আহমেদ, ডা মুবিন উদ্দিন এবং ডা. এনায়েত করিম।
মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্সি কোর্সের সকল ব্যাচের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর মনোরোগবিদ্যা বিভাগের রেসিডেন্ট ডা.সফিউল আজম জিকো। এবং সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ হাসান।
অনুষ্ঠানটি আয়োজনে বৈজ্ঞানিক সহযোগী হিসেবে ছিল জেনারেল ফার্মাসিটিক্যালস লিমিটেড।