মানসিক স্বাস্থ্য বিষয়ক মাসিক ম্যাগজিন ও অনলাইন পোর্টাল মনের খবর-এর নিয়মিত মাসিক আয়োজন মনের খবর ফেসবুক লাইভ এর জুন মাসের পর্বটি আজ ২১ জুন (শুক্রবার) রাত ১১ টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবারের ফেসবুক লাইভের বিষয় নির্ধারিত হয়েছে বিষয়: ‘মোবাইল,ইন্টারনেট ও আচরণগত আসক্তি ’। আধুনিক বিশ্বে মানুষের অতিমাত্রায় মোবাইল, ইন্টারনেট ও আচরণগত আসক্তি সহ মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে লাইভে কথা বলবেন ও সরাসরি দর্শকদের প্রশ্নের উত্তর দিবেন মনের খবর এর সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগ এর চেয়ারম্যান মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব।
উল্লেখ্য, প্রত্যেক মাসেই ফেসবুক লাইভের আয়োজন করে মনের খবর। যেখানে বিষয় ভিত্তিক আলোচনাসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। মাসের তৃতীয় বৃহ:বার ফেসবুক লাইভটি অনুষ্ঠিত হয়।
ইতমধ্যেই দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এ অনুষ্ঠানটি। সংশ্লিষ্ট বিষয়ে ফেসবুক লাইভে আপনিও সরাসরি প্রশ্ন করতে পারেবেন।
ফেসবুক লাইভের ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/856399504715840/
লাইভটি মনের খবর ফেসবুক পেজ: https://www.facebook.com/monerkhabor/ থেকে সরাসরি দেখা যাবে।
What's Hot
মোবাইল,ইন্টারনেট ও আচরণগত আসক্তি নিয়ে মনের খবর ফেসবুক লাইভ আজ রাতে
Previous Articleফেসবুকে লাইক পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছি আমরা?
Next Article ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত