মা-বাবাদের সন্তানদের সামনে ঝগড়া না করার পরামর্শ দিয়েছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস। রোববার (১৩ জানুয়ারি) ২৭ জন নবজাতকের নামকরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। বার্তা সংস্থা এপি জানায়, শিশু সন্তানের সামনে ঝগড়া করলে তারা মনোবেদনায় ভোগে বলে মনে করেন পোপ।
এ সময় পোপ বলেন, ‘নতুন মা-বাবারা তাদের নিজেদের বিশ্বাসকে সন্তানের মধ্যে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হাতে নিয়েছে। এ কাজটি ঘর থেকেই শুরু করতে হবে।’
পোপ আরো বলেন, ‘দম্পতিদের জন্য ঝগড়া করা খুব স্বাভাবিক। বরং তা না করাটাই অস্বাভাবিক ঠেকবে। ঝগড়া করুন, সমস্যা নেই। তবে তা এমনভাবে করুন যেন শিশু সন্তানরা তা শুনতে বা দেখতে না পায়।’
উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনেস আইরেসে জন্মগ্রহণ করেন। রোমান ক্যাথলিক যাজকদের প্রশিক্ষণ কলেজে পড়াশোনা শুরু করার আগে তিনি কিছুদিন রাসায়নিক প্রযুক্তিবিদ ও ‘নাইট ক্লাব বাউন্সার’ হিসেবে কাজ করেন। ১৯৬৯ সালে ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয়। তিনি (১৭ ডিসেম্বর ১৯৩৬) ক্যাথলিক গির্জার ২৬৬তম এবং বর্তমান পাদ্রি/পোপ হিসেবে ১৩ মার্চ ২০১৩ তারিখে নির্বাচিত হন।
সূত্র: ইউএস নিউজ