বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) আয়োজিত মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট সিলেট শাখা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের যৌথ উদ্যোগে মাসব্যাপি কর্মসূচীর একটি অংশ এটি।
অলোচনা সভায় সভাপতি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়া। এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন সিওমেকের সহকারী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী।
‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ সেমিনারে মূল বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট ডা. সুচিত্রা তালুকদার এবং ডা. রেজওয়ানা হাবীবা। বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ শেষে প্রতিপাদ্যের বিষয় এবং সচরাচর সম্মুখীন হওয়া মানসিক রোগসমুহের উপর আলোচনা করেন উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তাররা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত মেডিক্যাল অফিসারগণ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।