বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। মঙ্গলবার (৯ অক্টোবর) এ প্রতিযোগিতার আয়োজন করে বিএসএমএমইউ এর মনোরোগ বিদ্যা বিভাগ।
মলূত শুধুমাত্র বিএসএমএমইউ এর রেসিডেন্স ও ট্রেইনি ডাক্তারদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এতে অংশগ্রহণ করেন রেসিডেন্স ও ট্রেইনিসহ সর্বমোট ২৯২ জন ডাক্তার। এদের মধ্য থেকে কুইজে সঠিক উত্তর দেন ১৮৯ জন, ভুল উত্তর দেন ৯২ জন এবং ১০ জনের উত্তরপত্র বাতিল করা হয়।
এ কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ডা. মোছাম্মত হাসনা হেনা নার্গিস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ডা. আহসানুল হক ও ডা. ফয়সাল আহমেদ। এই প্রতিযোগিতার বিজয়ীরা পাচ্ছেন যথাক্রমে একটি ল্যাপটপ, একটি ট্যাব ও একটি স্মার্টফোন।
প্রতিযোগিদের হাতে আজ বুধবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল অনুষ্ঠানে পুরষ্কার তুলে দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।