বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম) এর ১৪তম বার্ষিক কনফারেন্সের দ্বিতীয় দিন, আজ সোমবার (১৫ নভেম্বর) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ‘নিউরো লিংগুয়েস্টিক প্রোগ্রামিং’ বিষয়ক পোষ্ট কনফারেন্স কর্মশালা অনুষ্ঠিত হয়৷ এর আগে পোষ্ট কনফারেন্স কর্মশালা এবং সাধারণ মিটিং এর উদ্বোধন করেন অধ্যাপক ডা. নাহিদ মাহজাবীন মোর্শেদ।
কর্মশালাটির ফ্যাসিলটেটর হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিষয়ক পরামর্শক আন্দালিব মাহমুদ এবং কো-অর্ডিনেট করেন ডা. রুবাইয়া খান। কর্মশালায় একজন করোনা আক্রান্ত রোগীর স্বজনের কোভিড পরিস্থিতিতে তার মানসিক অবস্থা তুলে ধরা হয়।
এই কর্মশালাটি শিশু এবং কিশোর-কিশোরীদের পিটিএসডি মোকাবেলা করার জন্য আত্ম-সম্মান এবং সাহসের বিকাশ ঘটাবে বলে মনে করেন আয়োজকরা।
স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে