শিশুদের বিদ্যালয়ে ফেরাতে শিক্ষক-অভিভাবক-নেতাদের এগিয়ে আসতে হবে

শিশুদের বিদ্যালয়ে ফেরাতে শিক্ষক-অভিভাবক-নেতাদের এগিয়ে আসতে হবে

করোনা মহামারী শেষে শিশুদের বিদ্যালয়মুখী করতে শিক্ষক, অভিভাবকের পাশাপাশি সামাজিক নেতাদেরও এগিয়ে আসতে হবে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ঝুনু শামসুন্নাহার।

আজ রবিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ এসোসিয়েশন ফর চাইল্ড এন্ড এডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম) এর ১৪ তম বার্ষিক কনফারেন্সের সৈয়দ কামাল উদ্দিন আহমেদ ওরেশন সেশনে কোভিড পরবর্তী পরিস্থিতিতে শিশুদের পুনঃএকত্রীকরণ বিষয়ক প্রেজেন্টেশনে এই কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, শিশুদের দীর্ঘ সময়ের এই বিরতি মানসিকভাবে বিপদের সম্মুখীন করে তুলেছে। শিশুরা যাতে মানসিক ভাবে  ভেঙ্গে না পড়ে, সেজন্য শিক্ষক ও অভিভাবকদেরকেও নিজেদের মানসিক স্বাস্থ্য ব্যাপারে সচেতন থাকতে বলেন।

স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

No posts to display

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here