আমি কি বিয়ে করতে পারবো?

0
186

আমার নাম রুভেল, বয়স ৩২ বছর, অবিবাহিত। আমি ২০১৩ তে ইউকে তে যাই পড়াশুনা (গ্রাজুয়েশন) করার জন্য। কিন্তু ২০১৩ তে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি তাই পড়াশুনা অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে বাধ্য হই। ১ বছর চিকিৎসা করার পর আমি দেশে একটা প্রতিষ্ঠান থেকে আমার গ্রাজুয়েশন শেষ করে এমবিএ করি। আমার চিকিৎসা এখনো চলছে। বর্তমানে আমি একটা বেসরকারী কোম্পানিতে ছোট একটা চাকরি করছি। কিছু দিন আগে আমি YOUTUBE এ আপনার একটা ভিডিও দেখে বুঝতে ও জানতে আমি পারি আমি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলাম এবং একটা সময় এই রোগের সবগুলো লক্ষণই আমার মধ্যে ছিল। আমার চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনিও বলেন আমি Mild schizophrenia তে আক্রান্ত ছিলাম। এখন আমার মধ্যে Schizophrenia কোন লক্ষণ নেই । তবুও তিনি আমাকে একটি ঔষধ সারাজীবন চালিয়ে যেতে বলেছেন। যা হল- Aripiprazole 10 mg tablet 0+0+1। ইউকেতে থাকার সময় আমি গাঁজাতে আসক্ত হয়ে গিয়ে ছিলাম এবং প্রায় প্রতিদিন গাঁজা খেতাম। যা আমার ডাক্তারের কাছে বলি নাই। এবং আমার পিতা ও schizophrenia তে আক্রান্ত ছিলেন। আমার মায়ের একক চেষ্টায় এবং ডাক্তারের সহযোগিতায় আমি সুস্থ হয়েছি। তবে সিধান্তহীনতায় এখনো ভুগি। আমার প্রশ্ন হলঃ

১। আমি কি কোনদিন ঔষধ বন্ধ করতে পারবো?

২। গাঁজার কারণে কি আমার schizophrenia হয়েছিল?

৩। আমি কি মেডিটেশন করতে পারবো?

৪। আমি কি বিয়ে করতে পারবো? আপনার মতামত দিলে কৃতজ্ঞ থাকব।

পরামর্শ: আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যেহেতু ঔষধ খেয়ে সম্পূর্ণ সুস্থ আছেন, কাজেই ঔষধ বন্ধ করতে পারবো কিনা কিংবা সারাজীবন ঔষধ খেতে হবে কিনা এসব বিষয়ে চিন্তা না করাই ভালো। সময়ই নির্ধারণ করবে আপনি ঔষধ বন্ধ করতে পারবেন কিনা। সিজোফ্রেনিয়া রোগে সাধারণত সারাজীবন ঔষধ খাওয়া লাগে, আবার অনেক সময় আস্তে আস্তে রোগের উপসর্গের উপর ভিত্তি করে ঔষধের ডোজ কমিয়ে এনে একটা সময় ঔষধ ছাড়াও রোগী সুস্থভাবে বেঁচে থাকতে পারে। তবে এটা শুধুমাত্র চিকিৎসকের assessment এর ঊপর নির্ভর করে। গাঁজা জাতীয় দ্রব্যের নেশার কারণে অনেক সময় সিজোফ্রেনিয়ার মতো রোগ হতে পারে। তবে যেহেতু আপনার এ রোগের পারিবারিক ইতিহাস আছে কাজেই আপনার ক্ষেত্রে এটা গাঁজার কারণেই হয়েছে এটা বলা যাবে না। আপনি অবশ্যই মেডিটেশন করতে পারবেন ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তাই বিয়ে করতে কোনো বাঁধা নেই। তবে বিয়ের আগে রোগ বিষয়ে ভবিষ্যৎ জীবন সঙ্গীনির সঙ্গে খোলামেলা আলোচনা করে নেয়াই ভালো। অন্যান্য সকল রোগর মতোই এটি একটি রোগ যা চিকিৎসায় নিয়ন্ত্রণে থাকে। আপনার সুস্থ ও সুন্দর জীবন প্রত্যাশা করছি।

পরামর্শ দিয়েছেন: অধ্যাপক ডা. সুষ্মিতা রায়।

করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

 

Previous articleট্যুরিজমের এপিঠ-ওপিঠ
Next articleমহামারী এবং নারীদের মানসিক স্বাস্থ্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here