সিলেটে তিন দিনব্যাপী বেসিক মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেসিক মানসিক স্বাস্থ্য
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে তিন দিনব্যাপী বেসিক মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার সমাপ্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের “হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট” কর্মসূচির অধীনে তিন দিনব্যাপী (০৩-০৫ ডিসেম্বর) এই বেসিক মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনারে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আসা ৪০ জন মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সিওমেক এর মানসিক রোগ বিভাগের সমন্বয়ে পরিচালিত সেমিনারে মানসিক স্বাস্থ্য বিষয়ক একাধিক সেশনে অংশগ্রহণ করেন মেডিকেল অফিসারবৃন্দ।
সেমিনারে মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ বিষয়ে লেকচার প্রদান করেন সিওমেক এর মানসিক রোগ বিভাগের প্রধান ডা. আর কে এস রয়েল সহ প্রথিতযশা মানসিক রোগ বিশেষজ্ঞগণ।
অন্যান্যদের সাথে লেকচারার হিসেবে ছিলেন ছিলেন সিওমেক এর সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী, ডা. কাওসার আহমেদ,ডা. মোঃ মুবিন উদ্দিন,
এছাড়াও লেকচার প্রদানে আরও ছিলেন অধ্যাপক  ডা. রেজাউল করিম (সিওমেক এর মানসিক রোগ বিভাগের প্রাক্তন প্রধান), অধ্যাপক ডা. গোপাল শংকর দে (সিওমেক এর মানসিক রোগ বিভাগের প্রাক্তন প্রধান), জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুস্মিতা রায়, পার্ক ভিউ মেডিকেল কলেজ এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ডা.দিপেন্দ্র নারায়ন দাস।
বক্তারা মানসিক স্বাস্থ্য এবং মানসিক রোগ বিষয়ে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
আজ (০৫ ডিসেম্বর) ‘বেসিক মেন্টাল হেলথ্ ‘ প্রোগ্রামের শেষ দিনে ডা. আর কে এস রয়েল এর সভাপতিত্বে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিন দিনের সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে গত ০৩ ডিসেম্বর ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে তিন দিনব্যাপী সেমিনারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: খুরশীদ আলম-লাইন ডিরেক্টর,হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর- ঢাকা, প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ ইউনুসুর রহমান, এবং সভাপতি হিসেবে ছিলেন ডা. আর কে এস রয়েল,বিভাগীয় প্রধান-মানসিক রোগ বিভাগ,সিওমেক।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা: ফারহানা কবির-ডিপিএম, হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর এর অ্যাসিট্যান্ট ডিরেক্টর-ডা. আবুল কালাম আজাদ  এবং ডেপুটি ডিরেক্টর,সিওমেক-ডা. হিমাংশু লাল রায়।

 

Previous articleজাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Next articleমোবাইল ফোনের আসক্তি কমাতে যা করতে পারেন
মানসিক রোগ বিশেষজ্ঞ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here