সিলেটে বাপসিল এর নতুন কার্যকরী কমিটি গঠন

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস – সিলেট শাখার (বাপসিল) নির্বাচন এবং নতুন মেয়াদে (২০১৯-২০২০) কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারী বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিষ্টস-সিলেট শাখার (বাপসিল) সম্মানিত সদস্যদের অংশগ্রহণের মাধ্যমে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট & গলফ, মৌলভীবাজারে বাপসিল এর নতুন মেয়াদে (২০১৯-২০২০) কার্যকরী কমিটি গঠনের উদ্দেশ্যে একটি আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সম্মিলিত ভাবে নতুন কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়এবং নতুন মেয়াদে (২০১৯-২০২০) কার্যকরী কমিটি গঠিত হয়। এদিন সিলেটে ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের এ্যালামনাই এসোসিয়েশন এর রিইউনিয়নও অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে গতকাল ২১ ফেব্রুয়ারী মৌলভীবাজারের রাঙ্গাউটি রিসোর্টে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিষ্টস-সিলেট শাখার বার্ষিক সাধারণ সভায় নতুন মেয়াদে (২০১৯-২০২০) কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব নতুন কমিটির সদস্যদের নাম ঘোষনা করেন।
অধ্যাপক ডাঃ সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব  তাঁর বক্তব্যে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিষ্টস-সিলেট শাখা (বাপসিল) কে সাংগঠনিক হিসেবে অত্যন্ত শক্তিশালী হিসেবে উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস কেন্দ্রীয় শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ডাঃ তারিকুল আলম সুমন, উপপরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট, পাবনা মানসিক হাসপাতাল এর  পরিচালক অধ্যাপক ডাঃ তন্ময় প্রকাশ বিশ্বাস।
এছাড়া বাপসিল এর নব নির্বাচিত সভাপতি,সাধারন সম্পাদক সহ ,সিলেটের সাইকিয়াট্রিষ্টস বৃন্দ ,সিলেট এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের  রেসিডেন্টরাও এ সময় উপস্থিত ছিলেন।
বাপসিল এর নব নির্বাচিত সাধারন সম্পাদক ডাঃ আর কে এস রয়েল তাঁর বক্তব্যে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস-সিলেট শাখার (বাপসিল) পূর্ববর্তী বছরের বিভিন্ন কার্যক্রম এর সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করেন। তিনি বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস কেন্দ্রীয় শাখার সঙ্গে  এবং সবাই কে নিয়ে একত্রে কাজ করার কথাও বলেন এবং সাইকিয়াট্রিকে এগিয়ে নেয়ার জন্য সবার সাহায্য কামনা করেন।
বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস কেন্দ্রীয় শাখার সাধারণ সম্পাদক ডাঃ তারিকুল আলম সুমন তাঁর বক্তব্যে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিষ্টস-সিলেট শাখার (বাপসিল) বিভিন্ন কার্যক্রম বিশেষ করে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার অংশ হিসেবে কর্মকাণ্ড সমূহের প্রশংসা করেন। সম্মেলনে সঞ্চালক ছিলেন ডাঃ পলাশ রায়।
এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল মনের খবর এবং সাইন্টিফিক পার্টনার জেনারেল ফার্মাসিউটিকেল লিমিটেড।
বাংলাদেশ এ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিষ্টস – সিলেট শাখার (বাপসিল)  কার্যকরী কমিটি (২০১৯-২০২০):
সভাপতি: অধ্যাপক ডা. গোপী কান্ত রায়
সহ-সভাপতি: অধ্যাপক ডা. মো. শফিকুর রহমান
সহ-সভাপতি: ডা. দীপেন্দ্র নারায়ণ দাস
সাধারণ সম্পাদক: ডা. রামেন্দ্র কুমার সিনহা রয়েল
সহ-সাধারণ সম্পাদক: ডা. সুষ্মিতা রায়
সহ-সাধারণ সম্পাদক: ডা. পলাশ রায়
সাংগঠনিক সম্পাদক: ডা. সিদ্ধার্ত পাল
কোষাধ্যক্ষ: ডা. আহমেদ রিয়াদ চৌধুরী
সেক্রেটারি অফ সায়েন্টিফিক অ্যাফেয়ার্স: ডা. মো. এনায়েত করিম সুমন
দপ্তর সম্পাদক: ডা. কাওসার আহমেদ
নির্বাহী সদস্য:
অধ্যাপক ডা. মো. রেজাউল করিম
অধ্যাপক ডা. পোপাল শংকর দে
ডা. মো. শামসুল হক চৌধুরী
ডা. মো. ফখরুজ্জামান শাহেদ
ডা. মুবীন উদ্দিন
ডা. মো. সৈয়দ ইমাম ওয়ালিদ

Previous articleকাজের প্রতি কি আগ্রহ হারিয়ে ফেলেছেন?
Next articleশিক্ষায় সংস্কৃতির পাঠ জরুরি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here