সিলেটে ঘুম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ ডিসেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনরোগদ্যিা বিভাগে ঘুমের বিভিন্ন সমস্যা নিয়ে বৈজ্ঞানিক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
“Sleep Disorder & Clonazepam” নামক শিরোনামের বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধে উপস্থাপন করেন করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের মনরোগদ্যিা বিভাগের ফেইজ-এ রেসিডেন্ট ডাঃ তাসলিমা রহমান। তিনি তার প্রবন্ধে ঘুম না হওয়ার বিভিন্ন কারণ, ক্ষতিকর তদক ও প্রতিকার বিষয়ে আলোকপাত করেন।
মনোরোগবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাঃ আর কে এস রয়েলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউরোলজী বিভাগের প্রধান ডাঃ বিপ্লব কুমার রায়।
সেমিনারে প্রত্যেক বক্তা’ই ঘুমের বিভিন্ন সমস্যা,তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে মনোরোগবিদ্যা বিভাগের শিক্ষক মণ্ডলী, রেসিডেন্টসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটে ঘুম বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
Previous Articleপ্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা নিয়ে এসেছে ‘মনের খবর’
Next Article হার্ট রেট ১২০ হয়ে গিয়েছিল