সবার সাথে যোগাযোগ বন্ধ রেখে কিছুদিন আড়ালে ছিলাম

আমার বয়স ২৫ বছর। আমি কয়েক মাস আগেও স্বাভাবিক জীবনযাপন করতাম। ইচ্ছে ছিল সেনাবাহিনীতে অফিসার পদে চাকুরি করার। দুইবার পরীক্ষাও দিয়েছিলাম। প্রথমবার শেষ অব্দি গেলেও, দ্বিতীয়বার মেডিক্যাল আউট হয়ে যাই। যা আমাকে খুবই কষ্ট দেয়। ভালো একটা জবে ছিলাম। একদিন অফিসের এক সিনিয়র আমাকে একটা কাজে জোর করায় তাও ছেড়ে দিলাম রাগের কারণে। এরপর থেকে কিছুদিন সবার আড়ালে ছিলাম। বাবা- মা কারো সাথে কোনো যোগাযোগ করিনি। সব মিলিয়ে মনে হচ্ছিল, আমি ভালো কিছু আশা করি । কিন্তু কোনো কারণে হচ্ছে না। পড়ালেখায় ভালো ছিলাম, ইদানীং পড়তেও মন বসে না। রাতে ঘুম আসে না। গভীর রাত অব্দি চোখ বন্ধ করে শুয়ে থাকার চেষ্টা করি একটা হতাশা কাজ করে সবসময়। এ থেকে উত্তরণের কোনো উপায় জানালে উপকৃত হতাম ।
নাম প্রকাশে অনিচ্ছুক।

পরামর্শ দিয়েছেন
ডা. মো. হারুন অর রশিদ অধ্যাপক, মানসিক রোগ বিভাগ কুমিল্লা মেডিক্যাল কলেজ, কুমিল্লা ।

অধ্যাপক ডা. মো. হারুন অর রশিদ : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনার উপস্থাপিত উপসর্গ/সমস্যাগুলো বিষণ্ণতা (Depressive Disorder) রোগেই সচরাচর হয়ে থাকে। আপনার উপসর্গ বিস্তারিত জেনে, এর বিরূপ প্রভাব, মেয়াদ ও তীব্রতার মাত্রা নির্ণয় প্রয়োজন । যা একজন মানসিক রোগের বিশেষজ্ঞ চিকিৎসকই যথাযথভাবে করতে সক্ষম। তাই আপনি দেরি না করে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সাক্ষাৎ করুন। আপনার সমস্যার বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। তীব্রতার প্রকারভেদ অনুযায়ী চিকিৎসক আপনার জন্য প্রযোজ্য চিকিৎসার অপশন (ঔষধ/থেরাপি) নির্বাচন করে পরামর্শ দিবেন। একটি বিশেষ সার্ভিসে যোগ্যতার ক্ষেত্রে স্বাস্থ্যগত অসুবিধা আপনার চাকুরি প্রাপ্তিতে সমস্যা সৃষ্টি করেছে। চাকুরির জন্য উল্লেখিত বিভাগ ছাড়াও অনেকক্ষেত্র রয়েছে। যেখানে এরূপ স্বাস্থ্যগত সমস্যা কোনো বাধা নয়। বিকল্প চাকুরির একটি পছন্দমতো দিক বেছে নিন। আপনার বয়স মাত্র ২৫ বছর। আপনার কর্মজীবনের লক্ষ্য অর্জনের সময়ও অতিক্রান্ত হয়নি। আপনি থেমে না থেকে এগিয়ে যান। সফলতা আসবেই।

Previous articleওথেলো সিনড্রোম : নারীদের তুলনায় পুরুষরাই সন্দেহ রোগে বেশি আক্রান্ত হন
Next articleএকাকীত্বে ভোগা মানুষের মস্তিষ্কের প্রতিক্রিয়া অন্যদের থেকে ভিন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here