বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিরসনে বিশেষজ্ঞদের প্রস্তাব, প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য একীভূতকরণের আহ্বান

0
81
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিরসনে বিশেষজ্ঞদের প্রস্তাব, প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য একীভূতকরণের আহ্বান

শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কনফারেন্স হলে সকাল ১০:৩০ মিনিটে Mental health 2.0 শীর্ষক একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগিতায় বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) সেমিনারটি আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি)-এর সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি)-এর আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, অধ্যাপক ডা. সাজেদ আব্দুল খালেক, অধ্যাপক ডা. মেজর (অব.) মো. আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান, অধ্যাপক ডা. ঝুনু শামসুন্নাহার, অধ্যাপক ডা. ফারুক আলম, অধ্যাপক ডা. এম এ মোহিত কামাল, অধ্যাপক ডা. দেওয়ান আব্দুর রহিম, ডা. হারুনুর রশিদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডা. মো. আরিফুজ্জামান। সারা বাংলাদেশ থেকে আগত সাইকিয়াট্রিস্টরা এই সেমিনারে অংশগ্রহণ করেন।

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিরসনে বিশেষজ্ঞদের প্রস্তাব, প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য একীভূতকরণের আহ্বান

সেমিনারে বক্তারা জানান, বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে ১৮.৭% এবং শিশু-কিশোরদের ১২.৬% মানসিক রোগে আক্রান্ত। তবে ৯২% প্রাপ্তবয়স্ক এবং ৯৪.৫% শিশু-কিশোর কখনো মানসিক স্বাস্থ্যসেবা পাননি। এর কারণ হিসেবে পেশাজীবীর অভাব, হাসপাতাল-শয্যা সংকট, এবং সঠিক জ্ঞানের অভাব রয়েছে। বাংলাদেশে বর্তমানে ৩৫০ জন মনোরোগ বিশেষজ্ঞ আছেন, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। সাইকিয়াট্রিক নার্স, সাইকোলজিস্ট, ও সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কারদেরও সংকট রয়েছে।

অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন বলেন ”আমাদের উত্তরসূরীদের জন্য বাসযোগ্য পৃথিবী গঠনের পরিবেশ তৈরিতে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম।” সেমিনারে ভবিষ্যতের জন্য মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়নে নানা পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়, যার মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যসেবা একীভূত করা, ওষুধের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা, এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে স্কুল-কলেজ পর্যায়ে মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্তি। বক্তারা সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও মানসিক স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়াও, আত্মহত্যা ও মানসিক স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল প্রতিবেদনের আহ্বান করা হয়।

অনুষ্ঠান পরবর্তী সময়ে উপস্থিত সবার উদ্দেশ্য ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মোহাম্মদ মুনতাসির মারুফ, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবার সংকট নিরসনে বিশেষজ্ঞদের প্রস্তাব, প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্য একীভূতকরণের আহ্বান

সেমিনার পরবর্তী সময়ে অনুষ্ঠানের বিস্তারিত উল্লেখ করে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি)- এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়- সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন:

Previous articleকোনোকিছুতে আনন্দ না পাওয়া
Next articleনেতিবাচক আবেগ সহজে গ্রহণ করা মানসিক স্বাস্থ্যের জন্য উত্তম!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here