আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে “রিল্যাপ্স প্রতিরোধে পরিবারের ভূমিকা” শীর্ষক একটি পারিবারিক সভা অনুষ্ঠিত হয়। এই আয়োজনটি আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে পরিচালিত হয়।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মনোচিকিৎসক ডা. মো. আখতারুজ্জামান সেলিম। তিনি তার উপস্থাপনায় মাদক নির্ভরশীলদের চিকিৎসা পদ্ধতি, ল্যাপ্স ও রিল্যাপ্স, রিল্যাপ্সের কারণ এবং প্রতিরোধ কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া, মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পরিবারের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠনে এবং মাদকনির্ভরশীল ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই ধারাবাহিকতায় ২০১৪ সাল থেকে শ্যামলীতে অবস্থিত আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র মাদকাসক্ত নারীদের সুস্থ জীবনে ফেরাতে নিয়মিত সেবা প্রদান করে যাচ্ছে।
আরো পড়ুন-