বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষে রংপুর মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগ একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে। সেমিনারটি কলেজের এক নম্বর গ্যালারিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম বর্ষ এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আনোয়ার হোসেন।
বৈজ্ঞানিক সেমিনারটি উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক ডা. মোঃ তানভীর রহমান শাহ। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল মতিন।
আয়োজকদের মতে, এ বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব অনুধাবন এবং বাস্তবভিত্তিক আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, শিক্ষার্থী পর্যায়ে এমন আয়োজন আত্মহত্যা প্রতিরোধে ইতিবাচক মনোভাব তৈরি করবে এবং ভবিষ্যৎ চিকিৎসকদের মানবিক দায়িত্ববোধকে আরও জোরদার করবে।
আরও পড়ুন-